করোনাভাইরাস মোকাবেলায় সহযোগিতার হাত বাড়িয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)লিমিটেড। দেশের অন্যতম শীর্ষ এই ব্যাংকটি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ কোটি টাকার অনুদান দিয়েছে। ইউসিবি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে,করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত কার্যক্রমকে গতিশীল করতে আজ সোমবার (৩০ মার্চ) সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ৫ কোটি টাকা অনুদান প্রদান করা হয়। ব্যাংকটির প্রত্যাশা রইবে, করোনাভাইরাস মোকাবেলায় সবাই সচেতনতার পরিচয় দিয়ে যথাসম্ভব ঘরে অবস্থান করবে ও সামাজিক দূরুত্ব মেনে চলবে।
শেয়ারবার্তা / আনিস