1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
করোনা প্রভাবে পর্যটনশিল্পে ধস
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৫ পিএম

করোনা প্রভাবে পর্যটনশিল্পে ধস

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২০
Marcantile Bank down

বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে অর্থনীতিতে নেমে এসেছে স্থবিরতা। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন দেশের পর্যটনশিল্প ও উৎপাদনখাত।

করোনাভাইরাসের বিস্তার আরও দীর্ঘস্থায়ী হলে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থায় ধস নেমে আসবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব চলছে। উদ্ভূত করোনা পরিস্থিতিতে এতে অচলাবস্থা নেমে এসেছে। দ্রুত এই পরিস্থিতির অবসান না হলে কোনো পদক্ষেপই আর কাজে আসবে না, বৈশ্বিক অর্থনীতিতে এর স্থায়ী প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

গত কয়েক দশক ধরে বিশ্বের পর্যটনশিল্প বিকশিত হয়ে অর্থনীতিকে গতিশীল রাখতে ভূমিকা পালন করে আসছিল। করোনা মহামারিতে বিভিন্ন দেশের পর্যটন খাতে নিষেধাজ্ঞা আরোপ করায় কোটি কোটি ডলার লোকসানে গুণছে পর্যটন খাত সংশ্লিষ্টরা।

বর্তমানে পর্যটনখাতে নিষেধাজ্ঞা আরোপ করেছে শতাধিক দেশে। ধসের মুখে বিভিন্ন দেশের এয়ারলাইন্স, পর্যটন স্পটের ব্যবসা। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার ফ্লাইট বুকিং কমেছে আশঙ্কাজনকহারে। হোটেল রেস্টুরেন্ট বুকিং শূন্যের কোঠায় নেমে এসেছে।

শেয়ারবার্তা / মিলন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ