1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
আইপিওর নিলাম খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত কমিটি
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৫৭ পিএম

আইপিওর নিলাম খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত কমিটি

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
BSEC

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) নিলাম পদ্ধতি বা ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) কারিগরি বিষয়গুলো স্টক এক্সচেঞ্জের মাধ্যমে খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৫ মার্চ) এ তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানা গেছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিএসইসির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের পরিচালক রাজীব আহমেদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: ক্যাপিটাল ইস্যু বিভাগের উপপরিচালক মো. ফারুক হোসেন, এমআইএস বিভাগের সহকারী পরিচালক গৌর চাঁদ সরকার ও সার্ভিল্যান্স বিভাগের সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম।

কমিটি গঠনের বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান বলেন, ইএসএস সিস্টেমের কারিগরি কিছু বিষয় খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি পাবলিক ইস্যু রুলসের সঙ্গে এ সিস্টেমের সামঞ্জস্য রয়েছে কিনা, সেটি খতিয়ে দেখবে।

স্টক এক্সচেঞ্জের উদ্যোগে আইপিও প্রক্রিয়ায় কোম্পানির শেয়ারের দর নির্ধারণে ইএসএস সিস্টেম স্থাপন করা হয়। তবে এ সিস্টেমটির স্বচ্ছতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। আইপিওর বিডিং চলাকালে এ-সংক্রান্ত গোপনীয় তথ্য ফাঁস হয়ে যাওয়ার বিষয়ে বিভিন্ন সময় কমিশনের কাছে অভিযোগ এসেছে। তাছাড়া এরই মধ্যে পাবলিক ইস্যু রুলস বেশ কয়েক দফা পরিবর্তন হয়েছে। সিস্টেমটি আইনের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিকভাবে পরিবর্তন করা হয়েছে কিনা, সেটিও কমিশন খতিয়ে দেখবে। এরই মধ্যে ইএসএস সিস্টেমের মাধ্যমে এখন পর্যন্ত যতগুলো আইপিওর কার্যক্রম সম্পন্ন হয়েছে, সেগুলোর যাবতীয় তথ্য কমিশন সংগ্রহ করেছে। তদন্ত কমিটি সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে সিস্টেমটি সঠিকভাবে কাজ করছে কিনা, সেটি যাচাই করবে।

শেয়ারবার্তা / আনিস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ