1. [email protected] : শেয়ারবার্তা প্রতিবেদক : শেয়ারবার্তা প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারবার্তা : nayan শেয়ারবার্তা
  3. [email protected] : news uploder : news uploder
ব্যাংক এশিয়া মুনাফার ৬০ শতাংশ দেবে শেয়ারহোল্ডারদের
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:১৯ এএম

ব্যাংক এশিয়া মুনাফার ৬০ শতাংশ দেবে শেয়ারহোল্ডারদের

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
bankasia

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির প্রকাশিত ২০১৯ সালের সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

ব্যাংক এশিয়া ২০১৯ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ১.৬৮ টাকা মুনাফা হয়েছে। এর বিপরীতে অভিহিত মূল্য ১০ টাকা বিবেচনায় প্রতিটি শেয়ারে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ শেয়ারপ্রতি ১ টাকার মুনাফা বিবেচনায় এই লভ্যাংশের পরিমাণ ৬০ শতাংশ।

কোম্পানিটির ২০১৯ সালে শেয়ারপ্রতি ১.৬৮ টাকা হিসেবে মোট ১৯৫ কোটি ৮৭ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১ টাকা করে মোট ১১৬ কোটি ৫৯ টাকা বা ৫৯.৫২ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ৭৯ কোটি ২৮ লাখ টাকা বা ৪০.৪৮ শতাংশ রিজার্ভে যোগ হবে।

আগের বছর অর্থাৎ ২০১৮ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, ২০০৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ১৬৫ কোটি ৯১ লাখ টাকা।

শেয়ারবার্তা/সাইফুল

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

ভালো লাগলে শেয়ার করবেন...

এ বিভাগের অন্যান্য সংবাদ